ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

ধর্মকে ব্যবহার করে পণ্য বিক্রির চেষ্টায় বিপদে ভারতের যোগগুরু বাবা রামদেব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 38

ছবি সংগৃহীত

 

ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব তাঁর বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে দিল্লির একটি আদালতে জানিয়েছেন, তিনি এটি সরিয়ে নেবেন। পতঞ্জলির তৈরি একটি পানীয়র প্রচারে তিনি যে ভিডিওটি তৈরি করেছিলেন, সেটিকে আদালত ‘ন্যায়সঙ্গত নয়’ বলে রায় দিয়েছে।

রামদেব সম্প্রতি একটি মিষ্টি পানীয় প্রচারে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি সরাসরি কোনো প্রতিষ্ঠানের নাম না বললেও, বোঝা যায় তিনি হামদর্দ ল্যাবরেটরিজের বিখ্যাত পানীয় রুহ আফজাকে ইঙ্গিত করছেন। তিনি দাবি করেন, কিছু কোম্পানি তাদের মুনাফা দিয়ে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে অর্থ ব্যয় করে।

রুহ আফজা একটি অ্যালকোহলমুক্ত ফলের সিরাপ, যা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বহুল জনপ্রিয়। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত ইসলামিক দাতব্য সংস্থা হামদর্দ ল্যাবরেটরিজ এটি তৈরি করে। বিশেষ করে রমজান মাসে মুসলিমদের মধ্যে ইফতারির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই পানীয়।

রামদেবের ভিডিও ভাইরাল হওয়ার পর, তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি। ভিডিওটিতে ‘শরবত জিহাদ’ শব্দ ব্যবহার করে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠে। হামদর্দ এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হলে দিল্লি হাইকোর্ট কড়া প্রতিক্রিয়া জানায়।

বিচারপতি অমিত বানসাল রায় প্রদানকালে বলেন, ‘এই বক্তব্য আদালতের বিবেককে আহত করেছে।’ তিনি রামদেবকে নির্দেশ দেন পাঁচ দিনের মধ্যে হলফনামা দিতে হবে, যেখানে তিনি প্রতিশ্রুতি দেবেন যে ভবিষ্যতে এমন কোনো মন্তব্য কিংবা প্রচারণা তিনি আর করবেন না।

হামদর্দের পক্ষের আইনজীবী মুকুল রোহাতগি আদালতে বলেন, ‘রামদেবের এই মন্তব্য শুধু একটি পণ্যের সমালোচনা নয়, বরং এটি সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়। এটি একধরনের বিদ্বেষমূলক বক্তব্য।’

রামদেবের আইনজীবী রাজীব নায়ার জানান, তাঁর মক্কেল কোনো ধর্মের বিরুদ্ধে নন এবং বিতর্কিত বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা হবে।

এই মামলার পরবর্তী শুনানি ১ মে নির্ধারিত হয়েছে। আদালতের নির্দেশ মেনে রামদেবের এই সিদ্ধান্ত সমাজে শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ধর্মকে ব্যবহার করে পণ্য বিক্রির চেষ্টায় বিপদে ভারতের যোগগুরু বাবা রামদেব

আপডেট সময় ০৪:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব তাঁর বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে দিল্লির একটি আদালতে জানিয়েছেন, তিনি এটি সরিয়ে নেবেন। পতঞ্জলির তৈরি একটি পানীয়র প্রচারে তিনি যে ভিডিওটি তৈরি করেছিলেন, সেটিকে আদালত ‘ন্যায়সঙ্গত নয়’ বলে রায় দিয়েছে।

রামদেব সম্প্রতি একটি মিষ্টি পানীয় প্রচারে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি সরাসরি কোনো প্রতিষ্ঠানের নাম না বললেও, বোঝা যায় তিনি হামদর্দ ল্যাবরেটরিজের বিখ্যাত পানীয় রুহ আফজাকে ইঙ্গিত করছেন। তিনি দাবি করেন, কিছু কোম্পানি তাদের মুনাফা দিয়ে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে অর্থ ব্যয় করে।

রুহ আফজা একটি অ্যালকোহলমুক্ত ফলের সিরাপ, যা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বহুল জনপ্রিয়। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত ইসলামিক দাতব্য সংস্থা হামদর্দ ল্যাবরেটরিজ এটি তৈরি করে। বিশেষ করে রমজান মাসে মুসলিমদের মধ্যে ইফতারির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই পানীয়।

রামদেবের ভিডিও ভাইরাল হওয়ার পর, তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি। ভিডিওটিতে ‘শরবত জিহাদ’ শব্দ ব্যবহার করে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠে। হামদর্দ এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হলে দিল্লি হাইকোর্ট কড়া প্রতিক্রিয়া জানায়।

বিচারপতি অমিত বানসাল রায় প্রদানকালে বলেন, ‘এই বক্তব্য আদালতের বিবেককে আহত করেছে।’ তিনি রামদেবকে নির্দেশ দেন পাঁচ দিনের মধ্যে হলফনামা দিতে হবে, যেখানে তিনি প্রতিশ্রুতি দেবেন যে ভবিষ্যতে এমন কোনো মন্তব্য কিংবা প্রচারণা তিনি আর করবেন না।

হামদর্দের পক্ষের আইনজীবী মুকুল রোহাতগি আদালতে বলেন, ‘রামদেবের এই মন্তব্য শুধু একটি পণ্যের সমালোচনা নয়, বরং এটি সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়। এটি একধরনের বিদ্বেষমূলক বক্তব্য।’

রামদেবের আইনজীবী রাজীব নায়ার জানান, তাঁর মক্কেল কোনো ধর্মের বিরুদ্ধে নন এবং বিতর্কিত বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা হবে।

এই মামলার পরবর্তী শুনানি ১ মে নির্ধারিত হয়েছে। আদালতের নির্দেশ মেনে রামদেবের এই সিদ্ধান্ত সমাজে শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।