০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

ঢাকাই চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন শাকিব খান, ‘বরবাদ’ দিয়ে সাফল্যের সূচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

 

মুক্তির ২১ দিন পর ‘বরবাদ’ সিনেমা উপভোগ করতে প্রেক্ষাগৃহে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর এয়ারপোর্ট এলাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো, যেখানে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন তিনি।

প্রিমিয়ার শেষে অনুভূতি প্রকাশ করে শাকিব খান বলেন, “এত মানুষের ভালোবাসা আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। দর্শকরা সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা সত্যিই অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় আগে সময় করে উঠতে পারিনি, তবে আজ অবশেষে ছবিটি দেখতে পারলাম।”

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার এই মেগাস্টার আরও বলেন, “অনেকেই ভাবতে পারেন ‘বরবাদ’ হয়তো শেষ সিনেমা, যা ১০০ কোটির ঘরে পৌঁছাবে। কিন্তু আমি বলি, এটি কোনো শেষ নয়, বরং শুরু। গত বছর ‘তুফান’ ছিল সফল, আর এই বছর ‘বরবাদ’ সেই সাফল্যকে ছাড়িয়ে গেছে। সামনে যেসব সিনেমা আসবে, ইনশাআল্লাহ, সেগুলো আরও ভালো করবে।”

আলোচনার একপর্যায়ে পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টেনে শাকিব বলেন, “ওখানে এক সপ্তাহে কোনো সিনেমা ১০০ কোটির ব্যবসা করলেই সেটি বড় অর্জন হিসেবে ধরা হয়। কিন্তু যাঁরা সিনেমা বানান, তাঁদের লক্ষ্য থাকে ১ হাজার কোটি। এখন সেখানে সিনেমা যদি হাজার কোটি না পেরোয়, তাতে ‘সুপারহিট’ তকমা জোটে না। এটা এখন তাদের মানদণ্ড।”

সিনেমা প্রদর্শনীতে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাই চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন শাকিব খান, ‘বরবাদ’ দিয়ে সাফল্যের সূচনা

আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

মুক্তির ২১ দিন পর ‘বরবাদ’ সিনেমা উপভোগ করতে প্রেক্ষাগৃহে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর এয়ারপোর্ট এলাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো, যেখানে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন তিনি।

প্রিমিয়ার শেষে অনুভূতি প্রকাশ করে শাকিব খান বলেন, “এত মানুষের ভালোবাসা আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। দর্শকরা সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা সত্যিই অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় আগে সময় করে উঠতে পারিনি, তবে আজ অবশেষে ছবিটি দেখতে পারলাম।”

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার এই মেগাস্টার আরও বলেন, “অনেকেই ভাবতে পারেন ‘বরবাদ’ হয়তো শেষ সিনেমা, যা ১০০ কোটির ঘরে পৌঁছাবে। কিন্তু আমি বলি, এটি কোনো শেষ নয়, বরং শুরু। গত বছর ‘তুফান’ ছিল সফল, আর এই বছর ‘বরবাদ’ সেই সাফল্যকে ছাড়িয়ে গেছে। সামনে যেসব সিনেমা আসবে, ইনশাআল্লাহ, সেগুলো আরও ভালো করবে।”

আলোচনার একপর্যায়ে পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টেনে শাকিব বলেন, “ওখানে এক সপ্তাহে কোনো সিনেমা ১০০ কোটির ব্যবসা করলেই সেটি বড় অর্জন হিসেবে ধরা হয়। কিন্তু যাঁরা সিনেমা বানান, তাঁদের লক্ষ্য থাকে ১ হাজার কোটি। এখন সেখানে সিনেমা যদি হাজার কোটি না পেরোয়, তাতে ‘সুপারহিট’ তকমা জোটে না। এটা এখন তাদের মানদণ্ড।”

সিনেমা প্রদর্শনীতে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ আরও অনেকে।