০২:১২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

পর্দায় খাকি রূপে সৌরভ গাঙ্গুলী, জীবনের গল্পে নেই রাজনীতির ছায়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 66

ছবি সংগৃহীত

 

সম্প্রতি মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে এক চমক! পুলিশের পোশাক পরে, নতুন এক রূপে দর্শকদের সামনে হাজির হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়ক এবার ধরা দিলেন রূপালী পর্দায়, যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

তবে এটাই শেষ নয়। সৌরভকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিকও। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেন ‘দাদা’। কথা বলেন ক্রিকেটজীবন, পারিবারিক সম্পর্ক, অভিনয়ের অভিজ্ঞতা ও রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নিয়ে।

বিজ্ঞাপন

সৌরভ জানান, স্ত্রী ডোনা ও তিনি একসঙ্গে কাটিয়েছেন ২৮ বছরের বিবাহিত জীবন। তাঁদের সম্পর্কে যেমন রয়েছে সহজ-সরল জীবনযাপন, তেমনি রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। সৌরভ বলেন, “ডোনা খুবই শান্ত স্বভাবের মেয়ে। ধৈর্যশীলা। আমিও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আমাদের সম্পর্ক একেবারে সাধারণ বাঙালি পরিবারের মতো।”

নায়িকা স্ত্রী মানেই সম্পর্ক জটিল এই ধারণা নিয়েও মত দিয়েছেন সৌরভ। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার প্রসঙ্গ টেনে বলেন, “নায়িকা বউ বললেই কি বিচ্ছেদ হবে? সাধারণ ঘরের মেয়েরা কি সব সময় সংসার ধরে রাখতে পারেন? সম্পর্ক ভাঙে বোঝাপড়ার অভাবে, পেশার কারণে নয়।” একইসঙ্গে, ভুয়া গুজব নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। উদাহরণ হিসেবে বীরেন্দ্র শেবাগ ও তাঁর স্ত্রীর সুখী দাম্পত্যের কথা তুলে ধরেন, যাদের নিয়েও ভিত্তিহীন গসিপ ছড়ানো হয়েছে বলে জানান।

সাক্ষাৎকারে সবচেয়ে চমকপ্রদ বক্তব্য ছিল তাঁর রাজনীতিবিমুখতা নিয়ে। তিনি স্পষ্ট করে বলেন, “রাজনীতিতে কোনো দিন ছিলাম না, হবও না। রাজনীতি আমার কাছে আকর্ষণীয় নয়। অনেক সময় নানা অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হয়, ছবি ওঠে। আর তাতেই খবর ছড়িয়ে পড়ে আমি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছি। এগুলো সব গুজব।”

সৌরভের এই খোলামেলা স্বীকারোক্তি তাঁর ভক্তদের আরও কাছাকাছি এনে দিল। খেলার মাঠের মতোই জীবনের মঞ্চেও সৌরভ রেখে চলেছেন মেপে-পাওয়া ছন্দে চলা এক ধীর, স্থির, কিন্তু অনুপ্রেরণাময় জীবনগাথা।

নিউজটি শেয়ার করুন

পর্দায় খাকি রূপে সৌরভ গাঙ্গুলী, জীবনের গল্পে নেই রাজনীতির ছায়া

আপডেট সময় ০৩:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

সম্প্রতি মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে এক চমক! পুলিশের পোশাক পরে, নতুন এক রূপে দর্শকদের সামনে হাজির হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়ক এবার ধরা দিলেন রূপালী পর্দায়, যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

তবে এটাই শেষ নয়। সৌরভকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিকও। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেন ‘দাদা’। কথা বলেন ক্রিকেটজীবন, পারিবারিক সম্পর্ক, অভিনয়ের অভিজ্ঞতা ও রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নিয়ে।

বিজ্ঞাপন

সৌরভ জানান, স্ত্রী ডোনা ও তিনি একসঙ্গে কাটিয়েছেন ২৮ বছরের বিবাহিত জীবন। তাঁদের সম্পর্কে যেমন রয়েছে সহজ-সরল জীবনযাপন, তেমনি রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। সৌরভ বলেন, “ডোনা খুবই শান্ত স্বভাবের মেয়ে। ধৈর্যশীলা। আমিও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আমাদের সম্পর্ক একেবারে সাধারণ বাঙালি পরিবারের মতো।”

নায়িকা স্ত্রী মানেই সম্পর্ক জটিল এই ধারণা নিয়েও মত দিয়েছেন সৌরভ। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার প্রসঙ্গ টেনে বলেন, “নায়িকা বউ বললেই কি বিচ্ছেদ হবে? সাধারণ ঘরের মেয়েরা কি সব সময় সংসার ধরে রাখতে পারেন? সম্পর্ক ভাঙে বোঝাপড়ার অভাবে, পেশার কারণে নয়।” একইসঙ্গে, ভুয়া গুজব নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। উদাহরণ হিসেবে বীরেন্দ্র শেবাগ ও তাঁর স্ত্রীর সুখী দাম্পত্যের কথা তুলে ধরেন, যাদের নিয়েও ভিত্তিহীন গসিপ ছড়ানো হয়েছে বলে জানান।

সাক্ষাৎকারে সবচেয়ে চমকপ্রদ বক্তব্য ছিল তাঁর রাজনীতিবিমুখতা নিয়ে। তিনি স্পষ্ট করে বলেন, “রাজনীতিতে কোনো দিন ছিলাম না, হবও না। রাজনীতি আমার কাছে আকর্ষণীয় নয়। অনেক সময় নানা অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হয়, ছবি ওঠে। আর তাতেই খবর ছড়িয়ে পড়ে আমি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছি। এগুলো সব গুজব।”

সৌরভের এই খোলামেলা স্বীকারোক্তি তাঁর ভক্তদের আরও কাছাকাছি এনে দিল। খেলার মাঠের মতোই জীবনের মঞ্চেও সৌরভ রেখে চলেছেন মেপে-পাওয়া ছন্দে চলা এক ধীর, স্থির, কিন্তু অনুপ্রেরণাময় জীবনগাথা।