০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

গান করেছি ভালোবেসে, জনপ্রিয়তার পেছনে ছুটিনি: জেমস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 88

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে নগর বাউল এক উজ্জ্বল নাম। এই ব্যান্ডের প্রাণ মাহফুজ আনাম জেমস, যিনি শুধু গায়ক নন একজন জীবন্ত কিংবদন্তি। সময়ের সাথে বদলালেও বদলায়নি তার কণ্ঠের যাদু। এখনো কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা, প্রাণের উৎসব।

জেমস বলেন, জনপ্রিয়তার জন্য গান করেননি কখনোই। “যেটা জনপ্রিয়তা পেয়েছে, সেটা পেয়েছে; যেটা পায়নি, পায়নি। আমি গান করি নিজের তৃপ্তির জন্য, ভালোবাসা থেকে,” এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

বিজ্ঞাপন

সময় বদলেছে, শ্রোতার পছন্দ বদলেছে জেমস নিজেও প্লে লিস্টে এনেছেন পরিবর্তন। তবে কোনো গান প্রত্যাশিত জনপ্রিয়তা না পেলে তাতে তিনি হতাশ হন না। কারণ তার কাছে সংগীত মানে আত্মার অভিব্যক্তি, হিসাবের খেলা নয়।

বলিউডেও জেমসের অবস্থান ছিল দুর্দান্ত। ‘গ্যাংস্টার’, ‘ওহ লামহে’, ‘বিন তেরে’ এমন অনেক হিট গান বলিউডে তাকে এনে দিয়েছিল অসাধারণ খ্যাতি। তবে সেখানে স্থায়ী হননি। কারণ হিসেবে জেমস বলেন, “ওরা তখন আমার কণ্ঠ চাইছিল। কাজ শেষে চলে এসেছি। ওই বয়সে নতুন করে স্ট্রাগল করার ইচ্ছা ছিল না। আমি বরং নিজের জায়গায় থাকতে চেয়েছি।”

নতুন গান নিয়ে জেমস বলেন, “কিছু গান তৈরি হচ্ছে। হঠাৎ করেই হয়তো শুনবেন নতুন গান এসেছে। এরপর থেকে একের পর এক গান আসবে।” অর্থাৎ সংগীতপ্রেমীরা আবার পেতে যাচ্ছে গুরু জেমসের নতুন সুরের উপহার।

এছাড়া সামনে তার রয়েছে আন্তর্জাতিক ব্যস্ত সূচি। আগামী মে মাসে সৌদি আরবে দুটি কনসার্টে অংশ নেবেন ২ তারিখে দাম্মাম এবং ৯ তারিখে জেদ্দায়। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফরের পরিকল্পনা।

বয়সকে জয় করে, জনপ্রিয়তাকে পাশে রেখে, জেমস এখনো ছুটছেন নিজের ছন্দে। তার গান যেমন সময়কে অতিক্রম করে, তেমনি তার দর্শন সত্যিকারের শিল্পী কেমন হন, তার জীবন্ত প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

গান করেছি ভালোবেসে, জনপ্রিয়তার পেছনে ছুটিনি: জেমস

আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে নগর বাউল এক উজ্জ্বল নাম। এই ব্যান্ডের প্রাণ মাহফুজ আনাম জেমস, যিনি শুধু গায়ক নন একজন জীবন্ত কিংবদন্তি। সময়ের সাথে বদলালেও বদলায়নি তার কণ্ঠের যাদু। এখনো কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা, প্রাণের উৎসব।

জেমস বলেন, জনপ্রিয়তার জন্য গান করেননি কখনোই। “যেটা জনপ্রিয়তা পেয়েছে, সেটা পেয়েছে; যেটা পায়নি, পায়নি। আমি গান করি নিজের তৃপ্তির জন্য, ভালোবাসা থেকে,” এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

বিজ্ঞাপন

সময় বদলেছে, শ্রোতার পছন্দ বদলেছে জেমস নিজেও প্লে লিস্টে এনেছেন পরিবর্তন। তবে কোনো গান প্রত্যাশিত জনপ্রিয়তা না পেলে তাতে তিনি হতাশ হন না। কারণ তার কাছে সংগীত মানে আত্মার অভিব্যক্তি, হিসাবের খেলা নয়।

বলিউডেও জেমসের অবস্থান ছিল দুর্দান্ত। ‘গ্যাংস্টার’, ‘ওহ লামহে’, ‘বিন তেরে’ এমন অনেক হিট গান বলিউডে তাকে এনে দিয়েছিল অসাধারণ খ্যাতি। তবে সেখানে স্থায়ী হননি। কারণ হিসেবে জেমস বলেন, “ওরা তখন আমার কণ্ঠ চাইছিল। কাজ শেষে চলে এসেছি। ওই বয়সে নতুন করে স্ট্রাগল করার ইচ্ছা ছিল না। আমি বরং নিজের জায়গায় থাকতে চেয়েছি।”

নতুন গান নিয়ে জেমস বলেন, “কিছু গান তৈরি হচ্ছে। হঠাৎ করেই হয়তো শুনবেন নতুন গান এসেছে। এরপর থেকে একের পর এক গান আসবে।” অর্থাৎ সংগীতপ্রেমীরা আবার পেতে যাচ্ছে গুরু জেমসের নতুন সুরের উপহার।

এছাড়া সামনে তার রয়েছে আন্তর্জাতিক ব্যস্ত সূচি। আগামী মে মাসে সৌদি আরবে দুটি কনসার্টে অংশ নেবেন ২ তারিখে দাম্মাম এবং ৯ তারিখে জেদ্দায়। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফরের পরিকল্পনা।

বয়সকে জয় করে, জনপ্রিয়তাকে পাশে রেখে, জেমস এখনো ছুটছেন নিজের ছন্দে। তার গান যেমন সময়কে অতিক্রম করে, তেমনি তার দর্শন সত্যিকারের শিল্পী কেমন হন, তার জীবন্ত প্রমাণ।