ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে—

শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: ১০১,১০২।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের পর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনঃপরীক্ষা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ২০ লাখ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ফলাফল যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ, তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ভুল সংশোধনের সুযোগ থাকায় কিছুটা আশার আলো দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে—

শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: ১০১,১০২।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের পর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনঃপরীক্ষা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ২০ লাখ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ফলাফল যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ, তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ভুল সংশোধনের সুযোগ থাকায় কিছুটা আশার আলো দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।