০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

বিজ্ঞাপন

আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে—

শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: ১০১,১০২।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের পর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনঃপরীক্ষা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ২০ লাখ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ফলাফল যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ, তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ভুল সংশোধনের সুযোগ থাকায় কিছুটা আশার আলো দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

বিজ্ঞাপন

আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে—

শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: ১০১,১০২।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের পর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনঃপরীক্ষা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ২০ লাখ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ফলাফল যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ, তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ভুল সংশোধনের সুযোগ থাকায় কিছুটা আশার আলো দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।