০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য

প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে: শিক্ষা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 81

ছবি সংগৃহীত

 

সারাদেশে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক আবরার বলেন, “পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছেছে এবং যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিবেশ নিশ্চিত হয়েছে।”

তিনি আরও জানান, “সরকার প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নকলমুক্ত পরিবেশ গড়তে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।”

ড. আবরার বলেন, “ডেঙ্গু এবং করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাও প্রস্তুত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের পাশাপাশি ফলাফল প্রকাশে যেন অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হয়, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।”

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী, শিক্ষা বোর্ড ও প্রশাসনের কৌশলগত তদারকিতে এখন পর্যন্ত পরীক্ষা স্বচ্ছ ও নিরাপদভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

 

সারাদেশে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক আবরার বলেন, “পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছেছে এবং যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিবেশ নিশ্চিত হয়েছে।”

তিনি আরও জানান, “সরকার প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নকলমুক্ত পরিবেশ গড়তে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।”

ড. আবরার বলেন, “ডেঙ্গু এবং করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাও প্রস্তুত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের পাশাপাশি ফলাফল প্রকাশে যেন অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হয়, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।”

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী, শিক্ষা বোর্ড ও প্রশাসনের কৌশলগত তদারকিতে এখন পর্যন্ত পরীক্ষা স্বচ্ছ ও নিরাপদভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।