ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে শিক্ষকদের পদায়ন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সোমবার (৫ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ৬৭ জন শিক্ষককে শিক্ষা ক্যাডার থেকে বদলি করে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে বিভিন্ন কলেজে অধ্যক্ষ এবং তিনজনকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

নবনিযুক্তদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে আবশ্যিকভাবে অব্যাহতি নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে, ওই দিন বিকেল থেকেই তাদেরকে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এছাড়া, সকল নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে তাদের ব্যক্তিগত ডিজিটাল প্ল্যাটফর্ম (পিডিএস)-এ লগইন করে যথাযথভাবে অব্যাহতি গ্রহণ ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই প্রক্রিয়া যথাসময়ে শেষ না করলে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে, যা দায়িত্ব গ্রহণে বিলম্ব ঘটাবে।

শিক্ষা ব্যবস্থার সুশাসন ও মানোন্নয়নে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাস এবং অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্বে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নতুন এই নিয়োগে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজগুলোতে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রতি দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে, কলেজের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনেরও তাগিদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের উচ্চশিক্ষা খাতে গত কয়েক বছরে বিভিন্ন কাঠামোগত সংস্কার ও পরিবর্তনের অংশ হিসেবে কলেজ প্রশাসনে এই ধরণের রদবদল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

আপডেট সময় ০৬:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে শিক্ষকদের পদায়ন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সোমবার (৫ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ৬৭ জন শিক্ষককে শিক্ষা ক্যাডার থেকে বদলি করে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে বিভিন্ন কলেজে অধ্যক্ষ এবং তিনজনকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

নবনিযুক্তদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে আবশ্যিকভাবে অব্যাহতি নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে, ওই দিন বিকেল থেকেই তাদেরকে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এছাড়া, সকল নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে তাদের ব্যক্তিগত ডিজিটাল প্ল্যাটফর্ম (পিডিএস)-এ লগইন করে যথাযথভাবে অব্যাহতি গ্রহণ ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই প্রক্রিয়া যথাসময়ে শেষ না করলে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে, যা দায়িত্ব গ্রহণে বিলম্ব ঘটাবে।

শিক্ষা ব্যবস্থার সুশাসন ও মানোন্নয়নে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাস এবং অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্বে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নতুন এই নিয়োগে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজগুলোতে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রতি দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে, কলেজের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনেরও তাগিদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের উচ্চশিক্ষা খাতে গত কয়েক বছরে বিভিন্ন কাঠামোগত সংস্কার ও পরিবর্তনের অংশ হিসেবে কলেজ প্রশাসনে এই ধরণের রদবদল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।