০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮ কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না: নাহিদ ইসলাম কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 80

ছবি: সংগৃহীত

 

ডিজিটাল সম্পদের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকের শিকার হলো জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Bybit। প্রতিষ্ঠানটির অফলাইন cold wallet থেকে প্রায় ১.৪৬ বিলিয়ন ডলার মূল্যের ইথেরিয়াম চুরি হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে দিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান Arkham Intelligence।

Bybit-এর সিইও বেন ঝোউ নিশ্চিত করেছেন যে হ্যাকিংয়ের পরও এক্সচেঞ্জের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি পার্টনারদের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। তবে, এত বড় অঙ্কের ক্ষতির পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিশিষ্ট ক্রিপ্টো বিশ্লেষক ZachXBT দাবি করেছেন, উত্তর কোরিয়ার কুখ্যাত লাজারাস গ্রুপই Bybit-এর ১.৪৬ বিলিয়ন ডলারের হ্যাকের মূল হোতা। তিনি জানিয়েছেন, এই গোষ্ঠীর জড়িত থাকার “সুনির্দিষ্ট প্রমাণ” তার কাছে রয়েছে, যা ইতিমধ্যে Bybit-এর তদন্তকারীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

লাজারাস গ্রুপ আগেও বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও একাধিকবার তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল চুরির ঘটনা আবারও ক্রিপ্টো নিরাপত্তার ঝুঁকি সামনে এনেছে। বিনিয়োগকারীদের cold wallet ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Bybit-এর এই বিশাল ক্ষতির ফলে ক্রিপ্টো বাজারে বড় ধরনের প্রভাব পড়বে কি না, সেটিই এখন আলোচনার প্রধান বিষয়। তবে, এক্সচেঞ্জটি যদি দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে না পারে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার!

আপডেট সময় ০৯:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ডিজিটাল সম্পদের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকের শিকার হলো জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Bybit। প্রতিষ্ঠানটির অফলাইন cold wallet থেকে প্রায় ১.৪৬ বিলিয়ন ডলার মূল্যের ইথেরিয়াম চুরি হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে দিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান Arkham Intelligence।

Bybit-এর সিইও বেন ঝোউ নিশ্চিত করেছেন যে হ্যাকিংয়ের পরও এক্সচেঞ্জের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি পার্টনারদের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। তবে, এত বড় অঙ্কের ক্ষতির পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিশিষ্ট ক্রিপ্টো বিশ্লেষক ZachXBT দাবি করেছেন, উত্তর কোরিয়ার কুখ্যাত লাজারাস গ্রুপই Bybit-এর ১.৪৬ বিলিয়ন ডলারের হ্যাকের মূল হোতা। তিনি জানিয়েছেন, এই গোষ্ঠীর জড়িত থাকার “সুনির্দিষ্ট প্রমাণ” তার কাছে রয়েছে, যা ইতিমধ্যে Bybit-এর তদন্তকারীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

লাজারাস গ্রুপ আগেও বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও একাধিকবার তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল চুরির ঘটনা আবারও ক্রিপ্টো নিরাপত্তার ঝুঁকি সামনে এনেছে। বিনিয়োগকারীদের cold wallet ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Bybit-এর এই বিশাল ক্ষতির ফলে ক্রিপ্টো বাজারে বড় ধরনের প্রভাব পড়বে কি না, সেটিই এখন আলোচনার প্রধান বিষয়। তবে, এক্সচেঞ্জটি যদি দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে না পারে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।