ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা হুমকি ব্রাসিলিয়ার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয় অ্যাঙ্গোলায় জ্বালানি মূল্যের বিরোধে রক্তক্ষয়ী বিক্ষোভ, ২২ জন নিহত নিঃশব্দ আতঙ্কের ছায়া: বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক রহস্য। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে : স্বরাষ্ট্র উপদেষ্টা মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ

ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 59

ছবি: সংগৃহীত

 

ডিজিটাল সম্পদের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকের শিকার হলো জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Bybit। প্রতিষ্ঠানটির অফলাইন cold wallet থেকে প্রায় ১.৪৬ বিলিয়ন ডলার মূল্যের ইথেরিয়াম চুরি হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে দিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান Arkham Intelligence।

Bybit-এর সিইও বেন ঝোউ নিশ্চিত করেছেন যে হ্যাকিংয়ের পরও এক্সচেঞ্জের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি পার্টনারদের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। তবে, এত বড় অঙ্কের ক্ষতির পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশিষ্ট ক্রিপ্টো বিশ্লেষক ZachXBT দাবি করেছেন, উত্তর কোরিয়ার কুখ্যাত লাজারাস গ্রুপই Bybit-এর ১.৪৬ বিলিয়ন ডলারের হ্যাকের মূল হোতা। তিনি জানিয়েছেন, এই গোষ্ঠীর জড়িত থাকার “সুনির্দিষ্ট প্রমাণ” তার কাছে রয়েছে, যা ইতিমধ্যে Bybit-এর তদন্তকারীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

লাজারাস গ্রুপ আগেও বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও একাধিকবার তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল চুরির ঘটনা আবারও ক্রিপ্টো নিরাপত্তার ঝুঁকি সামনে এনেছে। বিনিয়োগকারীদের cold wallet ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Bybit-এর এই বিশাল ক্ষতির ফলে ক্রিপ্টো বাজারে বড় ধরনের প্রভাব পড়বে কি না, সেটিই এখন আলোচনার প্রধান বিষয়। তবে, এক্সচেঞ্জটি যদি দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে না পারে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার!

আপডেট সময় ০৯:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ডিজিটাল সম্পদের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকের শিকার হলো জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Bybit। প্রতিষ্ঠানটির অফলাইন cold wallet থেকে প্রায় ১.৪৬ বিলিয়ন ডলার মূল্যের ইথেরিয়াম চুরি হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে দিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান Arkham Intelligence।

Bybit-এর সিইও বেন ঝোউ নিশ্চিত করেছেন যে হ্যাকিংয়ের পরও এক্সচেঞ্জের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি পার্টনারদের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। তবে, এত বড় অঙ্কের ক্ষতির পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশিষ্ট ক্রিপ্টো বিশ্লেষক ZachXBT দাবি করেছেন, উত্তর কোরিয়ার কুখ্যাত লাজারাস গ্রুপই Bybit-এর ১.৪৬ বিলিয়ন ডলারের হ্যাকের মূল হোতা। তিনি জানিয়েছেন, এই গোষ্ঠীর জড়িত থাকার “সুনির্দিষ্ট প্রমাণ” তার কাছে রয়েছে, যা ইতিমধ্যে Bybit-এর তদন্তকারীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

লাজারাস গ্রুপ আগেও বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও একাধিকবার তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল চুরির ঘটনা আবারও ক্রিপ্টো নিরাপত্তার ঝুঁকি সামনে এনেছে। বিনিয়োগকারীদের cold wallet ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Bybit-এর এই বিশাল ক্ষতির ফলে ক্রিপ্টো বাজারে বড় ধরনের প্রভাব পড়বে কি না, সেটিই এখন আলোচনার প্রধান বিষয়। তবে, এক্সচেঞ্জটি যদি দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে না পারে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।