১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এখনো অনিশ্চিত: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 119

ছবি সংগৃহীত

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি এলে আমরা পর্যালোচনা করবো। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ে প্রস্তুত করা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১০ শতাংশ, চতুর্থ থেকে দশম গ্রেডে ২০ শতাংশ এবং একাদশ থেকে বিংশ গ্রেডে ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন ভাতা চার হাজার এবং সর্বোচ্চ ভাতা ৭ হাজার ৮০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের বাজেটে মহার্ঘ ভাতার জন্য আলাদা বরাদ্দ নেই। যদি এ সিদ্ধান্ত কার্যকর হয়, তবে পরিচালন বাজেটের অন্য খাত থেকে সমন্বয় করা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে সরকার ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল। এরপর ২০১৫ সালে নতুন পে-স্কেল চালু হলেও বেতন বৃদ্ধির জন্য আর কোনো ভাতা দেওয়া হয়নি।

এদিকে, সরকারি খাতে ভাতা বাড়ানোর প্রভাব বেসরকারি খাতের কর্মচারীদের ওপর পড়লেও তাদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ থাকে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।

 

নিউজটি শেয়ার করুন

মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এখনো অনিশ্চিত: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি এলে আমরা পর্যালোচনা করবো। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ে প্রস্তুত করা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১০ শতাংশ, চতুর্থ থেকে দশম গ্রেডে ২০ শতাংশ এবং একাদশ থেকে বিংশ গ্রেডে ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন ভাতা চার হাজার এবং সর্বোচ্চ ভাতা ৭ হাজার ৮০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের বাজেটে মহার্ঘ ভাতার জন্য আলাদা বরাদ্দ নেই। যদি এ সিদ্ধান্ত কার্যকর হয়, তবে পরিচালন বাজেটের অন্য খাত থেকে সমন্বয় করা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে সরকার ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল। এরপর ২০১৫ সালে নতুন পে-স্কেল চালু হলেও বেতন বৃদ্ধির জন্য আর কোনো ভাতা দেওয়া হয়নি।

এদিকে, সরকারি খাতে ভাতা বাড়ানোর প্রভাব বেসরকারি খাতের কর্মচারীদের ওপর পড়লেও তাদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ থাকে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।