শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা

- আপডেট সময় ০৫:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 3
রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । আজ রোববার (২৪ আগষ্ট) দুপুরে পৌরসভার দারুস সুফফাহ হেলালা খাতুন হাফিজিয়া মাদ্রাসা, জাহিদ হাসান মহিলা মাদ্রাসা ও বাগে জান্নাত মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম, মাওলানা আব্দুল হান্নান আল হাবিব প্রমুখ ।
এ সময় তিনটি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমে আমরা পৌরসভার মাদ্রাসাগুলোতে যাচ্ছি মাদ্রাসার হাল হাকিকত জানার জন্য। আমরা শুধু আজ নয়, মাঝে মধ্যেই আসবো এই প্রতিষ্ঠানে, আজ জেনে গেলাম মাদ্রাসার কি সমস্যা রয়েছে সব না পারি আমার সাধ্যমত চেষ্টা করবো সমস্যা সমাধানের এবং আমার জনকল্যাণ ফাউন্ডেশনও সবসময় মাদ্রাসায় সহযোগিতা করবে।
খোকন আরও বলেন, মাদ্রাসার যত গরীব শিক্ষার্থী রয়েছে যারা বেতন দিতে পারে না, বই-পুস্তক কিনতে পারে না আমরা তাদের বেতন ও বই-পুস্তক কিনে দিবো।
আলোচনা সভা শেষে তিনটি মাদ্রাসায় আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা ।