শিরোনাম : 
                    
                    তানজানিয়া–বুরুন্ডি রেল সংযোগে নতুন অধ্যায়
 
																
								
							
                                
                              							  খবরের কথা ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় ১০:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 58
তানজানিয়া ও বুরুন্ডি যৌথভাবে শুরু করেছে ২.১৫ বিলিয়ন ডলারের মানসম্মত গেজ রেলপথ নির্মাণ। এই রেললাইন তানজানিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর উভিনজা থেকে বুরুন্ডির পূর্বাঞ্চলীয় মুসঙ্গাতি পর্যন্ত বিস্তৃত হবে।
প্রকল্পে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক প্রায় ৭০০ মিলিয়ন ডলারের অর্থায়ন করছে, কাজ করছে চীনা নির্মাণ সংস্থা।
বছরে প্রায় ৩ মিলিয়ন টন খনিজ পরিবহন সম্ভব হবে, যা ৫০০ ট্রাকের সমান মাল এক ট্রেনে বহন করবে। খরচ অর্ধেক কমবে, সময় ৯৬ ঘণ্টা থেকে নেমে আসবে ২০ ঘণ্টায়।
এই প্রকল্প আঞ্চলিক বাণিজ্য, খনিজ রপ্তানি ও অর্থনৈতিক সংযোগে নতুন গতি আনবে। যেখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে চীন।
 
																			 
																		 
										























