১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দীর্ঘমেয়াদি নয় মৌলিক সংস্কার বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 89

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের মেয়াদে দীর্ঘমেয়াদি নয়, বরং কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেও এই সংস্কারগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এর এক অধিবেশনে ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা খুব বেশি দিন থাকছি না, হয়তো সাত-আট মাস। তবে এই সময়ের মধ্যেই আমরা কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নে খুবই সিরিয়াস। দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি সংস্কারে আমরা যাব না।”

তিনি বলেন, “যতটুকু সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। অনেক জটিলতা রয়েছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। তবে আমরা বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।” এ সময় সংস্কার প্রক্রিয়ায় ব্যবসায়িক মহল ও আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “তারা আমাদের ভালো সমর্থন দিচ্ছে।”

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি।

সামিটের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অর্থনীতি, হিসাব ও নিরীক্ষা পেশাজীবীদের উপস্থিতিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

নিউজটি শেয়ার করুন

দীর্ঘমেয়াদি নয় মৌলিক সংস্কার বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের মেয়াদে দীর্ঘমেয়াদি নয়, বরং কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেও এই সংস্কারগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এর এক অধিবেশনে ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা খুব বেশি দিন থাকছি না, হয়তো সাত-আট মাস। তবে এই সময়ের মধ্যেই আমরা কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নে খুবই সিরিয়াস। দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি সংস্কারে আমরা যাব না।”

তিনি বলেন, “যতটুকু সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। অনেক জটিলতা রয়েছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। তবে আমরা বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।” এ সময় সংস্কার প্রক্রিয়ায় ব্যবসায়িক মহল ও আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “তারা আমাদের ভালো সমর্থন দিচ্ছে।”

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি।

সামিটের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অর্থনীতি, হিসাব ও নিরীক্ষা পেশাজীবীদের উপস্থিতিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।