দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান

- আপডেট সময় ০৬:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 2
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দায়িত্বশীলভাবে কাজ করলে এনবিআর কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই। তিনি জানিয়েছেন, যেসব কর্মকর্তা বড় ধরনের সীমালঙ্ঘন করেছেন, তাদের বিষয়ে আলাদা দৃষ্টিতে দেখা হবে।
সোমবার বিকেলে রাজধানীর ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, “কর্মকর্তাদের অভয় দেওয়ার জন্য আমি এখানে এসেছি। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং স্বচ্ছভাবে কাজ করেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।”
এসময় তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকায় পৌঁছেছে। এ অর্জনকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে আরও ভালো ফল আসবে।
পণ্য খালাসের ক্ষেত্রে জটিলতা কমাতে কাস্টমস ডিওটি পেমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান চেয়ারম্যান। তিনি বলেন, “কাস্টমসের ডিওটি পেমেন্টগুলো এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে করা যাবে। এতে করে পণ্য ছাড়ের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে এবং সরকারি কোষাগারে সরাসরি টাকা জমা যাবে।”
এ ব্যবস্থাটি আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে বলে তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, এনবিআরের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করবেন, কোনো ধরনের অনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন না। যারা সচেতনভাবে আইন অমান্য করেছেন, তাদের অবশ্যই আলাদাভাবে দেখা হবে।”
তিনি আরও যোগ করেন, অটোমেশন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে এনবিআরকে আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় সব কর্মকর্তার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এসময় ঢাকা কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনবিআর চেয়ারম্যান এবং দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করার আহ্বান জানান।