ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫০০ ছাড়িয়েছে ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

চালের দাম নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

 

এবার দেশে ভালো ফলন, পর্যাপ্ত আমদানি এবং মজুত থাকা সত্ত্বেও চালের দাম বাড়তি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর খামারবাড়ির বিএআরসি মিলনায়তনে কৃষি বিষয়ক এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের বাজারে সোনালী মুরগীর দামও বেড়েছে, তবে এই বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা জোরদারে কাজ করছে।

বাজারে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধির পেছনে যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তিনি বলেন, “দুর্নীতির লাগাম আমরা হয়তো পুরোপুরি টেনে ধরতে পারিনি, কিন্তু এর জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা খুবই জরুরি।”

কৃষকের স্বার্থ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। জুন মাসের মধ্যে শেষ হওয়া বেশ কিছু প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকরা কীভাবে উপকৃত হবেন, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন কার্যক্রম নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মুরাদনগরে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগের কথা জানান। বিশেষ করে কৃষিপণ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে দামের অস্থিরতা রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে কৃষকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগ এবং গণমাধ্যমের সঠিক প্রচারণার সমন্বয়ে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

চালের দাম নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

এবার দেশে ভালো ফলন, পর্যাপ্ত আমদানি এবং মজুত থাকা সত্ত্বেও চালের দাম বাড়তি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর খামারবাড়ির বিএআরসি মিলনায়তনে কৃষি বিষয়ক এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের বাজারে সোনালী মুরগীর দামও বেড়েছে, তবে এই বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা জোরদারে কাজ করছে।

বাজারে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধির পেছনে যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তিনি বলেন, “দুর্নীতির লাগাম আমরা হয়তো পুরোপুরি টেনে ধরতে পারিনি, কিন্তু এর জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা খুবই জরুরি।”

কৃষকের স্বার্থ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। জুন মাসের মধ্যে শেষ হওয়া বেশ কিছু প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকরা কীভাবে উপকৃত হবেন, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন কার্যক্রম নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মুরাদনগরে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগের কথা জানান। বিশেষ করে কৃষিপণ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে দামের অস্থিরতা রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে কৃষকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগ এবং গণমাধ্যমের সঠিক প্রচারণার সমন্বয়ে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।