ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ৩১ মোবাইল জব্দ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখীতে সফলতা, কৃষকদের মুখে হাসি বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

দিনাজপুরে বিনাচাষে সরিষা চাষে সাফল্যের নতুন দিগন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ৫৪১ বার পড়া হয়েছে

দিনাজপুরে বিনাচাষে সরিষা চাষে সাফল্যের নতুন দিগন্ত

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা প্রথমবারের মতো বিনাচাষে সরিষা চাষ করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। ধানের জমিতে সাথী ফসল হিসেবে সরিষার চাষ এ অঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে সময় ও খরচ দুটোই কমে, পাশাপাশি সরিষার উৎপাদনও বৃদ্ধি পায়।

সরেজমিন দেখা গেছে, ধান কাটার পর সেই জমিতে বিনাচাষে সরিষার বীজ বপন করা হয়েছিল। কয়েকদিনের মধ্যেই বীজ থেকে গাছ গজিয়ে মাঠ ভরে উঠেছে সরিষার হলুদ ফুলে। এই জমি থেকে সরিষা কেটে আবার বোরো ধান চাষ করবেন কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১,৮২৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যার মধ্যে ১০ একর জমিতে পরীক্ষামূলকভাবে বিনাচাষে সরিষার আবাদ করা হয়েছে। এতে ২,৬৬১ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দিনাজপুর জেলার প্রায় ৩৩ লাখ মানুষের জন্য বছরে প্রায় ৪০ হাজার টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এর মধ্যে সরিষা থেকে আসে মাত্র ১২ শতাংশ তেল। এই উদ্যোগ সফল হলে আমদানি তেলের ওপর নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তেল মিল মালিকরা জানিয়েছেন, প্রতি টন সরিষা থেকে ৪০০ লিটার তেল উৎপাদিত হয়। ফলে এবারের উৎপাদিত সরিষা থেকে প্রায় ১,৬৬৪ লিটার তেল পাওয়া যাবে। যা জেলার মোট চাহিদার ৩০ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বিনাচাষে সরিষা চাষে সাফল্যের নতুন দিগন্ত

আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা প্রথমবারের মতো বিনাচাষে সরিষা চাষ করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। ধানের জমিতে সাথী ফসল হিসেবে সরিষার চাষ এ অঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে সময় ও খরচ দুটোই কমে, পাশাপাশি সরিষার উৎপাদনও বৃদ্ধি পায়।

সরেজমিন দেখা গেছে, ধান কাটার পর সেই জমিতে বিনাচাষে সরিষার বীজ বপন করা হয়েছিল। কয়েকদিনের মধ্যেই বীজ থেকে গাছ গজিয়ে মাঠ ভরে উঠেছে সরিষার হলুদ ফুলে। এই জমি থেকে সরিষা কেটে আবার বোরো ধান চাষ করবেন কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১,৮২৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যার মধ্যে ১০ একর জমিতে পরীক্ষামূলকভাবে বিনাচাষে সরিষার আবাদ করা হয়েছে। এতে ২,৬৬১ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দিনাজপুর জেলার প্রায় ৩৩ লাখ মানুষের জন্য বছরে প্রায় ৪০ হাজার টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এর মধ্যে সরিষা থেকে আসে মাত্র ১২ শতাংশ তেল। এই উদ্যোগ সফল হলে আমদানি তেলের ওপর নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তেল মিল মালিকরা জানিয়েছেন, প্রতি টন সরিষা থেকে ৪০০ লিটার তেল উৎপাদিত হয়। ফলে এবারের উৎপাদিত সরিষা থেকে প্রায় ১,৬৬৪ লিটার তেল পাওয়া যাবে। যা জেলার মোট চাহিদার ৩০ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।