০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণপ্রাপ্তিতে ছাড় দিচ্ছে দাতা সংস্থাগুলো: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 104

ছবি সংগৃহীত

 

দেশে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্তে শিথিলতা দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভরশীল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা থাকায় দাতা সংস্থাগুলো আস্থা ফিরে পেয়েছে। ফলে তারা ঋণ প্রদান ও শর্তে কিছু ছাড় দিচ্ছে।”

হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন জানান, “এই সংকটের কারণে গম বা জ্বালানি আমদানিতে বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে সার আমদানির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে।”

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “এনবিআরের ভেতরে আগে সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি ছিল। আগের সরকারগুলোর সময়ে কিছু প্রভাবশালী ব্যবসায়ী বিশেষ সুবিধা পেতেন। এখন যখন স্বচ্ছতা ও ন্যায্যতার চেষ্টা চলছে, তখন স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় সামনে আসছে। এ কারণেই ক্যারিয়ার সংশ্লিষ্ট উদ্বেগ থেকে আন্দোলন হচ্ছে।”

তিনি আরও জানান, আন্দোলনকারীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সবদিক নিয়ে খোলামেলা আলোচনা হবে। “আমরা এনবিআর কর্মকর্তাদের আশ্বস্ত করেছি, তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে না। বরং স্ট্যাটাস ও মর্যাদা বাড়বে। কিন্তু দুঃখজনকভাবে কেউ তাদের ভুল তথ্য দিয়ে নেতিবাচকভাবে প্রভাবিত করছে,” বলেন ড. সালেহউদ্দিন।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সুরাহা হবে এবং এনবিআর আরও কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত হবে।

 

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণপ্রাপ্তিতে ছাড় দিচ্ছে দাতা সংস্থাগুলো: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

দেশে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্তে শিথিলতা দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভরশীল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা থাকায় দাতা সংস্থাগুলো আস্থা ফিরে পেয়েছে। ফলে তারা ঋণ প্রদান ও শর্তে কিছু ছাড় দিচ্ছে।”

হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন জানান, “এই সংকটের কারণে গম বা জ্বালানি আমদানিতে বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে সার আমদানির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে।”

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “এনবিআরের ভেতরে আগে সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি ছিল। আগের সরকারগুলোর সময়ে কিছু প্রভাবশালী ব্যবসায়ী বিশেষ সুবিধা পেতেন। এখন যখন স্বচ্ছতা ও ন্যায্যতার চেষ্টা চলছে, তখন স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় সামনে আসছে। এ কারণেই ক্যারিয়ার সংশ্লিষ্ট উদ্বেগ থেকে আন্দোলন হচ্ছে।”

তিনি আরও জানান, আন্দোলনকারীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সবদিক নিয়ে খোলামেলা আলোচনা হবে। “আমরা এনবিআর কর্মকর্তাদের আশ্বস্ত করেছি, তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে না। বরং স্ট্যাটাস ও মর্যাদা বাড়বে। কিন্তু দুঃখজনকভাবে কেউ তাদের ভুল তথ্য দিয়ে নেতিবাচকভাবে প্রভাবিত করছে,” বলেন ড. সালেহউদ্দিন।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সুরাহা হবে এবং এনবিআর আরও কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত হবে।