০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো গুগল পে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 67

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের বহুল প্রতীক্ষিত ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই সেবা প্রথমবারের মতো চালু করেছে সিটি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা ক্যাশলেস জগতে প্রবেশের চেষ্টা করছি। গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিদেশি বিনিয়োগকারীরা এখন সহজেই লেনদেন করতে পারবেন, এতে দেশেরও উপকার হবে।”

তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। দিন শেষে উপকারভোগী হবে বাংলাদেশ।”

জানা গেছে, গুগল পে’র সঙ্গে যুক্ত হওয়া প্রথম ব্যাংক হিসেবে সিটি ব্যাংক একটি মাইলফলক স্থাপন করেছে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড ‘গুগল ওয়ালেট’-এ যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবার সঙ্গে যুক্ত হলে সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশের যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনাল বা বিদেশে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে রাখার প্রয়োজন নেই।

এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকা বাধ্যতামূলক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘গুগল পে’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপের নির্দেশনা অনুসরণ করে সিটি ব্যাংকের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হলে, গ্রাহক তার স্মার্টফোন ট্যাপ করেই যেকোনো দোকান, শপিং মল কিংবা রেস্তোরাঁয় অর্থ পরিশোধ করতে পারবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লেনদেনের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত ফি বা মাশুল দিতে হবে না।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রযুক্তি ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এমন সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নেবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো গুগল পে

আপডেট সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের বহুল প্রতীক্ষিত ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই সেবা প্রথমবারের মতো চালু করেছে সিটি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা ক্যাশলেস জগতে প্রবেশের চেষ্টা করছি। গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিদেশি বিনিয়োগকারীরা এখন সহজেই লেনদেন করতে পারবেন, এতে দেশেরও উপকার হবে।”

তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। দিন শেষে উপকারভোগী হবে বাংলাদেশ।”

জানা গেছে, গুগল পে’র সঙ্গে যুক্ত হওয়া প্রথম ব্যাংক হিসেবে সিটি ব্যাংক একটি মাইলফলক স্থাপন করেছে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড ‘গুগল ওয়ালেট’-এ যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবার সঙ্গে যুক্ত হলে সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশের যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনাল বা বিদেশে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে রাখার প্রয়োজন নেই।

এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকা বাধ্যতামূলক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘গুগল পে’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপের নির্দেশনা অনুসরণ করে সিটি ব্যাংকের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হলে, গ্রাহক তার স্মার্টফোন ট্যাপ করেই যেকোনো দোকান, শপিং মল কিংবা রেস্তোরাঁয় অর্থ পরিশোধ করতে পারবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লেনদেনের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত ফি বা মাশুল দিতে হবে না।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রযুক্তি ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এমন সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নেবে।