ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহিত

 

শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল ১০টায় পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা এবং নতুন কাজ সৃষ্টি করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। তিনি আরো বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হলো তরুণ তরুণীদের মধ্যে সৃজনশীল মনোভাব তৈরি করা এবং নতুন নতুন কাজে নিজেদের উদ্বুদ্ধ করা। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ-তরুণী, বয়স্ক-বয়স্কাদের স্বতঃস্ফূর্তভাবে উদ্যোক্তা হওয়ার শক্তিকে জাগিয়ে তোলার কথা উল্লেখ করেন এবং বলেন এ সুযোগ কাজে লাগাতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ দেশের ৩৬৩টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর ও হংকং। প্রতিবারের মতো এবারও এই মেলার মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।

প্রদর্শনীর পরিবেশকে আরও আকর্ষণীয় করার জন্য এবছর আয়োজন করা হয়েছে নানা রকম বিশেষ সুবিধা। দর্শনার্থীদের সেবায় সার্বক্ষণিক চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং যাতায়াতের জন্য বিআরটিসি বাস সার্ভিস ও বিভিন্ন উবার সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও, মেলায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাচ্ছন্দ্যে ঘোরার জন্য প্রশস্ত স্থান।

মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

আপডেট সময় ১২:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

 

শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল ১০টায় পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা এবং নতুন কাজ সৃষ্টি করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। তিনি আরো বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হলো তরুণ তরুণীদের মধ্যে সৃজনশীল মনোভাব তৈরি করা এবং নতুন নতুন কাজে নিজেদের উদ্বুদ্ধ করা। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ-তরুণী, বয়স্ক-বয়স্কাদের স্বতঃস্ফূর্তভাবে উদ্যোক্তা হওয়ার শক্তিকে জাগিয়ে তোলার কথা উল্লেখ করেন এবং বলেন এ সুযোগ কাজে লাগাতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ দেশের ৩৬৩টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর ও হংকং। প্রতিবারের মতো এবারও এই মেলার মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।

প্রদর্শনীর পরিবেশকে আরও আকর্ষণীয় করার জন্য এবছর আয়োজন করা হয়েছে নানা রকম বিশেষ সুবিধা। দর্শনার্থীদের সেবায় সার্বক্ষণিক চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং যাতায়াতের জন্য বিআরটিসি বাস সার্ভিস ও বিভিন্ন উবার সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও, মেলায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাচ্ছন্দ্যে ঘোরার জন্য প্রশস্ত স্থান।

মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।