ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক ১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ইসরায়েলের বেন গুরিয়নের বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল, অর্ধেক ভারতীয় নাগরিক কঙ্গোর কঙ্গো নদীতে ভয়াবহ নৌকাবিপর্যয়ে ১৪৩ মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

বিনিয়োগ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৫১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। সম্মেলনের তৃতীয় দিনে, আজ বুধবার, উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলন ঘিরে বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

সম্মেলনে আজই পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হবে মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে উচ্চগতির আন্তর্জাতিক মানের ইন্টারনেট যুগে। প্রযুক্তিবিদরা বলছেন, এ সেবা চালু হলে দেশের প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে।

ড. ইউনূস তার বক্তব্যে তুলে ধরবেন বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যকরী উদ্যোগের কথা। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী করতে তিনি আহ্বান জানাবেন। তিনি বলবেন, বাংলাদেশ এখন শুধু শ্রমনির্ভর নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন গন্তব্য হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে চায়।

চারদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশের পাশাপাশি কিছু আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগে সুবিধা দিতে নীতিমালায় শিথিলতা এনেছে, বিশেষ করে জ্বালানি খাতে নীতি সংস্কারের ঘোষণা দিয়েছে। এতে করে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ড. ইউনূস আজকের অধিবেশনে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিদেশি উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেবেন। তাঁর উপস্থিতি ও বক্তব্য সম্মেলনকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে তা হবে একটি বড় ধাপ।

এই সম্মেলন শুধু বিনিয়োগ নয়, বাংলাদেশকে নতুন করে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ 

আপডেট সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। সম্মেলনের তৃতীয় দিনে, আজ বুধবার, উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলন ঘিরে বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

সম্মেলনে আজই পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হবে মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে উচ্চগতির আন্তর্জাতিক মানের ইন্টারনেট যুগে। প্রযুক্তিবিদরা বলছেন, এ সেবা চালু হলে দেশের প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে।

ড. ইউনূস তার বক্তব্যে তুলে ধরবেন বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যকরী উদ্যোগের কথা। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী করতে তিনি আহ্বান জানাবেন। তিনি বলবেন, বাংলাদেশ এখন শুধু শ্রমনির্ভর নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন গন্তব্য হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে চায়।

চারদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশের পাশাপাশি কিছু আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগে সুবিধা দিতে নীতিমালায় শিথিলতা এনেছে, বিশেষ করে জ্বালানি খাতে নীতি সংস্কারের ঘোষণা দিয়েছে। এতে করে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ড. ইউনূস আজকের অধিবেশনে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিদেশি উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেবেন। তাঁর উপস্থিতি ও বক্তব্য সম্মেলনকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে তা হবে একটি বড় ধাপ।

এই সম্মেলন শুধু বিনিয়োগ নয়, বাংলাদেশকে নতুন করে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।