ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সেবা প্রদানের অনুমোদন পেল স্টারলিংক – চালু হচ্ছে আকাশপথে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত  বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু যেন না প্রচারিত হয় : তথ্য উপদেষ্টা দক্ষিণ কোরিয়ায় আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট মারাত্মক ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১৬, ব্যাপক ধ্বংস ও বন্যার আশঙ্কা ঈদের আগেই রেমিট্যান্সের রেকর্ড, প্রবাসীরা পাঠালেন ৩২৯ কোটি ডলার – রেমিটেন্সে নতুন মাইলফলক এপ্রিলেও এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, সামান্য কমলো অটোগ্যাসের মূল্য গাজার জন্য হরতাল কর্মসূচিতে বাংলাদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান সারজিস আলমের   গারো অঞ্চলের বনে আগুনের পরিকল্পিত ছোবল, সংকটে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন নিয়ে আরবদের প্রতি ইরানের হুঁশিয়ারি বার্তা  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 

শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা গ্রামে ঘটে এই ভয়াবহ ঘটনা। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে ঘিরে দ্বন্দ্ব চলছিল। নানা সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে তা চরমে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খোলা মাঠে দাঁড়িয়ে উভয় পক্ষ একে অপরের দিকে বালতি থেকে হাতবোমা ছুড়ে মারতে থাকে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সংঘর্ষের ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরে ও বালতি হাতে একদল লোক মাঠে অবস্থান নিচ্ছে এবং হাতবোমা ছুড়ে মারছে।

সংঘর্ষের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আপডেট সময় ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা গ্রামে ঘটে এই ভয়াবহ ঘটনা। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে ঘিরে দ্বন্দ্ব চলছিল। নানা সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে তা চরমে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খোলা মাঠে দাঁড়িয়ে উভয় পক্ষ একে অপরের দিকে বালতি থেকে হাতবোমা ছুড়ে মারতে থাকে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সংঘর্ষের ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরে ও বালতি হাতে একদল লোক মাঠে অবস্থান নিচ্ছে এবং হাতবোমা ছুড়ে মারছে।

সংঘর্ষের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।