০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির পরিকল্পনা: অস্ত্র-ইয়াবাসহ ‘সুমন বাহিনীর’ ৫ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে কুখ্যাত ‘সুমন বাহিনী’র পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি দেশীয় অস্ত্র, ৯ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শনিবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সি (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তারা সবাই দীর্ঘদিন ধরে চুরি ও মাদক সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন তথ্য ছিল যে ‘সুমন বাহিনীর’ সদস্যরা একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে হারবারিয়ার দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম ভদ্রা নদীর কাছে অবস্থান নেয় এবং একটি সন্দেহজনক নৌকা তল্লাশি করে। তল্লাশিকালে দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মোংলা বন্দরকে কেন্দ্র করে চোরচালান ও জলদস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ও নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির পরিকল্পনা: অস্ত্র-ইয়াবাসহ ‘সুমন বাহিনীর’ ৫ সদস্য আটক

আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে কুখ্যাত ‘সুমন বাহিনী’র পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি দেশীয় অস্ত্র, ৯ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শনিবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সি (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তারা সবাই দীর্ঘদিন ধরে চুরি ও মাদক সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন তথ্য ছিল যে ‘সুমন বাহিনীর’ সদস্যরা একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে হারবারিয়ার দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম ভদ্রা নদীর কাছে অবস্থান নেয় এবং একটি সন্দেহজনক নৌকা তল্লাশি করে। তল্লাশিকালে দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মোংলা বন্দরকে কেন্দ্র করে চোরচালান ও জলদস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ও নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।