ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরাসি নেতার দাবি: ‘স্ট্যাচু অফ লিবারর্টি ফিরিয়ে দিন’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ রোজা অবস্থায় যদি কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকে যায়, তবে কি রোজা ভঙ্গ হবে? এআই মিথ্যাচার রোধে স্পেনের ঐতিহাসিক আইন: বড় জরিমানার বিধান পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২৩৯ আসামির জামিন আদেশ ১০ এপ্রিল আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হলে প্রতিটি যুদ্ধেই বিজয় অর্জন করা সম্ভব: প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন অস্ত্র ক্রয় কমিটির প্রধান গ্যারি পিটার্স নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী, দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণের উদ্যোগ: আইন উপদেষ্টা গ্রীষ্ম ও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নির্দেশনা এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

ময়মনসিংহে র‍্যাবের অভিযান: আরসার চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল অর্থ

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

ময়মনসিংহ নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের প্রায় ঘণ্টাখানেক আগে গোটা ভবনটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। এরপর সুনির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যা কোনো বড় অপরাধচক্রের আর্থিক সংযোগের ইঙ্গিত বহন করতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উদ্ধার করা টাকার পরিমাণ ও অন্যান্য বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

অভিযানের পর র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা আরসার সক্রিয় সদস্য এবং তারা নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনায় নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে আশঙ্কা করছেন, ময়মনসিংহ শহরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের এমন তৎপরতা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে র‍্যাবের অভিযান: আরসার চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল অর্থ

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

ময়মনসিংহ নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের প্রায় ঘণ্টাখানেক আগে গোটা ভবনটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। এরপর সুনির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যা কোনো বড় অপরাধচক্রের আর্থিক সংযোগের ইঙ্গিত বহন করতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উদ্ধার করা টাকার পরিমাণ ও অন্যান্য বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

অভিযানের পর র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা আরসার সক্রিয় সদস্য এবং তারা নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনায় নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে আশঙ্কা করছেন, ময়মনসিংহ শহরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের এমন তৎপরতা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।