১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৬১৮, অভিযান অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 97

ছবি সংগৃহীত

 

সারাদেশে চলমান বিশেষ অভিযানে আবারও বড় সংখ্যক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যা মোট গ্রেপ্তারের সংখ্যা ১,৪০৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জব্দ করা হয়েছে একটি দেশীয় এলজি, দুটি টিপ ছোড়া, চারটি চাকু, একটি লোহার রড, একটি কার্তুজ, একটি ছুরি ও একটি সুইচ গিয়ার।

বিজ্ঞাপন

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়, যা দেশের বিভিন্ন স্থানে এখনো অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে একই অভিযানে ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি অন্যান্য মামলার ৯১৪ জনকে আটক করা হয়। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

সরকার জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চালানো হচ্ছে এবং এর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৬১৮, অভিযান অব্যাহত

আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

সারাদেশে চলমান বিশেষ অভিযানে আবারও বড় সংখ্যক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যা মোট গ্রেপ্তারের সংখ্যা ১,৪০৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জব্দ করা হয়েছে একটি দেশীয় এলজি, দুটি টিপ ছোড়া, চারটি চাকু, একটি লোহার রড, একটি কার্তুজ, একটি ছুরি ও একটি সুইচ গিয়ার।

বিজ্ঞাপন

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়, যা দেশের বিভিন্ন স্থানে এখনো অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে একই অভিযানে ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি অন্যান্য মামলার ৯১৪ জনকে আটক করা হয়। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

সরকার জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চালানো হচ্ছে এবং এর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।