ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে র্যাব-১৫ এর হাতে আটক হয়েছে ৮০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলেন টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

র্যাব জানায়, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মাদককারবারিরা। এ সংক্রান্ত খবর পেয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং ক্যাম্প থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলেও, চারজনকে আটক করতে সক্ষম হয়। তবে, তাদের সাথে থাকা ২-৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচারের সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই অভিযানটি টেকনাফ অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

কক্সবাজারে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে র্যাব-১৫ এর হাতে আটক হয়েছে ৮০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলেন টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

র্যাব জানায়, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মাদককারবারিরা। এ সংক্রান্ত খবর পেয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং ক্যাম্প থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলেও, চারজনকে আটক করতে সক্ষম হয়। তবে, তাদের সাথে থাকা ২-৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচারের সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই অভিযানটি টেকনাফ অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।