সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরনির আয়োজন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরভোগ গ্রামে প্রতি বছর গবাদিপশু রোগবালাই থেকে মুক্ত রাখতে শিরনির আয়োজন করা হয়। তবে এবার শিরনির আয়োজনকে কেন্দ্র করে গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিএনপি সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা শিরনির আয়োজনে যুক্ত হওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মিয়া জানান, প্রতিবছর সকল গ্রামবাসী মিলে শিরনি আয়োজন করেন। কিন্তু এবারে আওয়ামী লীগের নেতা সুফি মিয়া ও আবদাল মিয়ার মতো কয়েকজন লোকের আচরণে সমস্যা তৈরি হয়, যার কারণে তাঁদের আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়নি। ঘটনার সকালে, শিরনি বিতরণের সময় মসজিদের মাইকে আবদাল মিয়ার পক্ষের লোকজন শিরনি বাতিলের ঘোষণা দেন, যা উত্তেজনা সৃষ্টি করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জন আওয়ামী লীগ সমর্থক আহত হন এবং বর্তমানে সুনামগঞ্জ ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে গ্রামে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এক ব্যক্তি আটক করা হয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।