০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল
প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 75

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

বিজ্ঞাপন

এছাড়া বিদ্যুৎ খাতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে, উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। এর ফলস্বরূপ চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই পরিমাণ ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

বিজ্ঞাপন

এছাড়া বিদ্যুৎ খাতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে, উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। এর ফলস্বরূপ চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই পরিমাণ ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।