০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প
প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 103

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

বিজ্ঞাপন

এছাড়া বিদ্যুৎ খাতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে, উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। এর ফলস্বরূপ চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই পরিমাণ ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

বিজ্ঞাপন

এছাড়া বিদ্যুৎ খাতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে, উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। এর ফলস্বরূপ চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই পরিমাণ ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।