অপরাধ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ হাজার ৭৪৮ পিস ইয়াবা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, রাজধানীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিএমপি। এ ধরনের পদক্ষেপে মাদক কারবারিদের দৌরাত্ম্য কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।