ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন
ডিবি অভিযান

বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। অভিযানে প্রায় ১০ হাজার বইসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫:৩০ টায় সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির কয়েকটি গুদামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং মো. দেলোয়ার হোসেন (৫৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম এই অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকার একটি চক্রের অবৈধ কার্যক্রমের খবর পাওয়া যায়। তারা প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে বিতরণের বই মজুত করে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা করছিল। অভিযানকালে এসব গুদাম থেকে বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক আট লক্ষ টাকা।

ডিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে সরকারি বই মজুত করে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

ডিবি অভিযান

বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক  

আপডেট সময় ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। অভিযানে প্রায় ১০ হাজার বইসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫:৩০ টায় সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির কয়েকটি গুদামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং মো. দেলোয়ার হোসেন (৫৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম এই অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকার একটি চক্রের অবৈধ কার্যক্রমের খবর পাওয়া যায়। তারা প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে বিতরণের বই মজুত করে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা করছিল। অভিযানকালে এসব গুদাম থেকে বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক আট লক্ষ টাকা।

ডিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে সরকারি বই মজুত করে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।