ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান, আহত ৩ ডিবি পুলিশ

- আপডেট সময় ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৫৬২ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ডিবি পুলিশের কয়েকজন সদস্য। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ডিবি পুলিশের উপপরিদর্শক জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং উপসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জব্বারের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডুমাইন বাজারে মাদক ও জুয়ার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মাদকসহ দুইজনকে আটক এবং জুয়ার আসর থেকে টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের স্বাক্ষীর জন্য স্থানীয় বাজার কমিটির সভাপতিকে ডাকার পরই কয়েকজন মাদক ব্যবসায়ী ও জুয়ার আসরের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন