চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

- আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 3
কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আবুল কালাম( ৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানান চকরিয়া থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আবুল কালাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ট্যুরিস্ট পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।
এ মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী রবিবার(২০ জুলাই) পুলিশের স্ত্রীকে ধর্ষণের মামলায় আটককৃত প্রধান আসামী আবুল কালামের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও এ ধর্ষণ মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। এ ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।