মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে

- আপডেট সময় ০৬:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 3
জামালপুরের মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিক (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রুবেল প্রামাণিক (৩০) নামে আরেক যুবক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ কোয়ালীকান্দি এলাকার সম্রাট প্রামাণিক ওরফে সভা প্রামাণিকের ছেলে ও আহত রুবেল একই এলাকার মৃত আলতাফুর প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে বংশগত চাচা-ভাতিজা। তাদের বাড়িও পাশাপাশি হওয়ায় মাসুদ মাঝে মাঝেই তার চাচা রুবেলের সাথে তার বাড়িতে রাতে ঘুমাতো।
নিহত মাসুদ এর মা মোসলেমা খাতুন বলেন, শনিবার রাত ৮টার দিকে আমার ছেলে মাসুদকে তার চাচা রুবেল তার বাড়িতে ডেকে নেয়, রাতে একসাথে ঘুমানোর জন্য। পরেরদিন রোববার সকালে দেরিতে বাড়িতে আসায় আমার বড় ছেলেকে দিয়ে ছোট ছেলে মাসুদকে ডাকতে পাঠাই।এসময় ডাকাডাকিতে মাসুদ ও রুবেল সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে।
খবর আশেপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাসুদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।