ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের হাড্ডিপট্টি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি রকিবুল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আমি নিজে ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার পেছনের কারণ ও দায়ীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দিবালোকে দুই যুবককে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের হাড্ডিপট্টি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি রকিবুল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আমি নিজে ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার পেছনের কারণ ও দায়ীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দিবালোকে দুই যুবককে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।