০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 179

ছবি সংগৃহীত

 

 

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি লোহার রড এবং একটি পাটের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সারওয়ার (২৪), শাহীন (২৮), তাইজুল ইসলাম তারেক (২১), সাব্বির (২৩), রনি (৩২) এবং ফয়সাল (২৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকায় ডাকাতি রোধে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতে টহলের সময় সন্দেহজনকভাবে তাদের অবস্থান লক্ষ্য করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়।”

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সারওয়ারের বিরুদ্ধে একটি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে দুটি, রনির বিরুদ্ধে দুটি এবং ফয়সালের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি লোহার রড এবং একটি পাটের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সারওয়ার (২৪), শাহীন (২৮), তাইজুল ইসলাম তারেক (২১), সাব্বির (২৩), রনি (৩২) এবং ফয়সাল (২৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকায় ডাকাতি রোধে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতে টহলের সময় সন্দেহজনকভাবে তাদের অবস্থান লক্ষ্য করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়।”

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সারওয়ারের বিরুদ্ধে একটি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে দুটি, রনির বিরুদ্ধে দুটি এবং ফয়সালের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।