০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 147

ছবি সংগৃহীত

 

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬১৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে গত একদিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন ১ হাজার ৭৪৪ জন।

অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি দেশি তৈরি পিস্তল, ১টি শুটারগান ও ৩টি দেশি এলজি। পাশাপাশি ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশ, র‍্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নেন। এই ধরণের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালালে অপরাধের হার কমবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি কয়েক দফায় সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানের কার্যকারিতা এখন দৃশ্যমান।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬১৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে গত একদিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন ১ হাজার ৭৪৪ জন।

অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি দেশি তৈরি পিস্তল, ১টি শুটারগান ও ৩টি দেশি এলজি। পাশাপাশি ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশ, র‍্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নেন। এই ধরণের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালালে অপরাধের হার কমবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি কয়েক দফায় সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানের কার্যকারিতা এখন দৃশ্যমান।