২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন

- আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 4
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬১৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে গত একদিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন ১ হাজার ৭৪৪ জন।
অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি দেশি তৈরি পিস্তল, ১টি শুটারগান ও ৩টি দেশি এলজি। পাশাপাশি ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।
এআইজি ইনামুল হক সাগর বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নেন। এই ধরণের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালালে অপরাধের হার কমবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি কয়েক দফায় সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানের কার্যকারিতা এখন দৃশ্যমান।