সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

- আপডেট সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 10
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। সংঘর্ষের সময় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগধোনাইল ও পাশের কলিয়ারচর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘আধিপত্য বিস্তার ও পুরনো বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এতে নজরুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরও জানান, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের মাঝে পুলিশ অবস্থান নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে।’
এদিকে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।
নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।