চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ অভিযান, আটক ১২

- আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 18
চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পাঁচলাইশ থানার একটি অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ষোলশহর ২নং গেইট এলাকার বিপ্লব উদ্যান সংলগ্ন ফিনলে স্কয়ারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে দলবদ্ধভাবে অস্ত্রসহ অবস্থান নেওয়া কিশোর গ্যাং সদস্যদের ঘিরে ফেলে পুলিশ। এ সময় তারা এলাকাবাসীর মধ্যে ভীতি সঞ্চার ও শক্তি প্রদর্শনের চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে আটক কিশোর গ্যাং সদস্যরা হলো—জয় দাস (১৯), মো. জাহিদ হাসান (২০), আফতাহি রহমান ফারহান (২১), নাদিমুল হক (২০), তামিম মাহামুদ (১৯), মাইজ উদ্দিন সিদ্দীকি আকিল (১৯), মো. আরমান (১৯), ইফসান (১৯), ফজলে রাব্বি মৃদুল (১৯), ইমরান হোসেন ইমন (১৯), মো. নয়ন (২০) ও সৈকত দাস (২০)।
আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তারা এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক ছড়াতে সংঘবদ্ধভাবে চলাফেরা করছিল। অভিযানে আরো ৩০ থেকে ৩৫ জন পালিয়ে যায়। তাদের সবার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, নগরীতে কিশোর অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এর আওতায় কিশোর গ্যাং চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অনেককে আইনের আওতায় আনা হয়েছে।
পাঁচলাইশ থানার একজন কর্মকর্তা বলেন, “আটকদের অধিকাংশই পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “কিশোরদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা সতর্কভাবে অভিযান পরিচালনা করছি। যারা বারবার অপরাধে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সম্প্রতি বেড়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করে আসছে। তরুণরা দলবদ্ধ হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
নগর পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সন্তানদের আচরণ, চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকেন।
‘ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কিশোর অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দায়িত্বশীলরা।