শিরোনাম :
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৫১৪ বার পড়া হয়েছে
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে একটি মর্মান্তিক গণবন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
ঘটনার পরপরই ক্যাম্পাস ঘিরে ফেলা হয় এবং একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এখন পর্যন্ত আরো ৬ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী হচ্ছেন ২০ বছর বয়সী ফিনিক্স ইকনার, যিনি লিওন কাউন্টি শেরিফস অফিসের একজন রিজার্ভ ডেপুটির ছেলে।
হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল উক্ত শেরিফ ডেপুটির দায়িত্বকালীন অস্ত্র।
বর্তমানে স্থানীয়, রাজ্য ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো ঘটনাস্থল পরিষ্কার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।