১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 79

ছবি সংগৃহীত

 

রাজধানীর ব্যস্ত নগরীর কেন্দ্রস্থল হাতিরঝিল। ঝকঝকে রাস্তাঘাট আর মনোরম পরিবেশের আড়ালে গড়ে উঠছিল এক ভয়ঙ্কর মাদক চক্রের আস্তানা। শনিবার (২২ মার্চ) ভোররাতে সেই চক্রের উপর হানা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, সঙ্গে জব্দ করা হয় একটি নতুন মডেলের বিলাসবহুল গাড়ি।

অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি চৌকস দল। অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মাদক পাচারের একটি সুসংগঠিত ও বড়সড় সিন্ডিকেটের তথ্য।

বিজ্ঞাপন

শামীম আহমেদ বলেন, “হাতিরঝিল এলাকাকে মাদক ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছিল। তবে আমরা অনেক দিন ধরেই নজরে রেখেছিলাম। আজকের সফল অভিযানে এই চক্রের একটি বড় অংশকে ধরতে পেরেছি।”
ডিএনসির এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা এত দিন বিষয়টি আঁচ করতে পারেননি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপে তারা আশাবাদী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর। এ ছাড়া, এই সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত, তাদের খুঁজে বের করতেও অনুসন্ধান চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে আরও তথ্য জানানো হবে।

মাদকবিরোধী এই অভিযান রাজধানীতে নতুন করে বার্তা দিল—আইনের হাত অনেক লম্বা এবং অপরাধীদের রেহাই নেই।

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি

আপডেট সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

রাজধানীর ব্যস্ত নগরীর কেন্দ্রস্থল হাতিরঝিল। ঝকঝকে রাস্তাঘাট আর মনোরম পরিবেশের আড়ালে গড়ে উঠছিল এক ভয়ঙ্কর মাদক চক্রের আস্তানা। শনিবার (২২ মার্চ) ভোররাতে সেই চক্রের উপর হানা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, সঙ্গে জব্দ করা হয় একটি নতুন মডেলের বিলাসবহুল গাড়ি।

অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি চৌকস দল। অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মাদক পাচারের একটি সুসংগঠিত ও বড়সড় সিন্ডিকেটের তথ্য।

বিজ্ঞাপন

শামীম আহমেদ বলেন, “হাতিরঝিল এলাকাকে মাদক ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছিল। তবে আমরা অনেক দিন ধরেই নজরে রেখেছিলাম। আজকের সফল অভিযানে এই চক্রের একটি বড় অংশকে ধরতে পেরেছি।”
ডিএনসির এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা এত দিন বিষয়টি আঁচ করতে পারেননি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপে তারা আশাবাদী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর। এ ছাড়া, এই সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত, তাদের খুঁজে বের করতেও অনুসন্ধান চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে আরও তথ্য জানানো হবে।

মাদকবিরোধী এই অভিযান রাজধানীতে নতুন করে বার্তা দিল—আইনের হাত অনেক লম্বা এবং অপরাধীদের রেহাই নেই।