রাজধানীতে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৩৮ রাউন্ড গুলিসহ মো. রিফাতুল ইসলাম রিফাত (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-২।
শনিবার (১৫ মার্চ) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী রিফাতকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি এটিএম কার্ডও জব্দ করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তথ্য পাওয়া যায় যে, চন্দ্রিমা উদ্যান এলাকায় একদল দুষ্কৃতকারী অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রিফাতকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এমন সফল অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তবে পলাতক অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।