বাগেরহাটে ‘অপারেশন ডেভিল হান্ট’: চার দিনে আটক ৫৭

- আপডেট সময় ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 61
বাগেরহাটে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নতুন করে আরও ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চার দিনে আটক সংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে।
সূত্র জানায়, আটক ব্যক্তিদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতেই অভিযান চালাচ্ছে।
বাগেরহাট জেলার ৯টি উপজেলায় যৌথ বাহিনীর এ বিশেষ অভিযান চলছে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক কাজী শহিদুজ্জামান জানান, অভিযানের অংশ হিসেবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার দুপুর থেকে বুধবার পর্যন্ত সমন্বিত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেছে পুলিশ।