ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু শেয়ারবাজারে আস্থা ফেরাতে বিএসইসির জরুরি উদ্যোগ মার্কিন গাড়ি শিল্পে স্বস্তি আনতে শুল্ক হ্রাসের পথে ট্রাম্প প্রশাসন সাংবাদিক ছাঁটাই নিয়ে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই: মোস্তফা সরয়ার ফারুকী দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী খালাস গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৫১ রাজধানীতে টানা তিন দিন ছুটিতে তিন দলের বড় সমাবেশ দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি ভারত হামলা করতে পারে ২৪ ঘণ্টার মধ্যে, পাকিস্তানের গোয়েন্দা তথ্যের দাবি কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

 

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিলা (৩২) হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হলে, বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো: পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫), ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) আধিপত্য বিস্তারের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।”

উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলাকে জবাই করে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় তার গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। শিলা রাঙামাটির কাউখালী উপজেলায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিলা (৩২) হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হলে, বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো: পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫), ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) আধিপত্য বিস্তারের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।”

উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলাকে জবাই করে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় তার গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। শিলা রাঙামাটির কাউখালী উপজেলায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন।