০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 110

ছবি: সংগৃহীত

 

রাজধানীর কোতয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। অভিযানে ৯২৮ গ্রাম স্বর্ণসহ মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। তাদের রাজধানীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৪ রাতে স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবুর কর্মচারী রাজীব দাস এক কেজি স্বর্ণ সরবরাহের উদ্দেশ্যে রওনা দেন। আদালত ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে স্বর্ণ ছিনিয়ে নেয় এবং তাকে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৮ নভেম্বর কোতয়ালী থানায় মামলা হলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করে ২৯ ও ৩০ জানুয়ারি ধারাবাহিক অভিযান চালানো হয়। প্রথমে পটুয়াখালীর বাউফল থেকে চক্রের মূলহোতা বিধান বিশ্বাসকে ৫৮০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কালিপদ নামে এক ব্যক্তি স্বর্ণ পরিবহনের তথ্য চক্রের কাছে পৌঁছে দেয়। এরপর সংঘবদ্ধ দলটি পরিকল্পিতভাবে রাজীব দাসকে আক্রমণ করে এবং স্বর্ণ ছিনিয়ে নেয়।

ডিবি জানিয়েছে, ছিনতাই চক্রের আরও সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার

আপডেট সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজধানীর কোতয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। অভিযানে ৯২৮ গ্রাম স্বর্ণসহ মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। তাদের রাজধানীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৪ রাতে স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবুর কর্মচারী রাজীব দাস এক কেজি স্বর্ণ সরবরাহের উদ্দেশ্যে রওনা দেন। আদালত ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে স্বর্ণ ছিনিয়ে নেয় এবং তাকে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৮ নভেম্বর কোতয়ালী থানায় মামলা হলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করে ২৯ ও ৩০ জানুয়ারি ধারাবাহিক অভিযান চালানো হয়। প্রথমে পটুয়াখালীর বাউফল থেকে চক্রের মূলহোতা বিধান বিশ্বাসকে ৫৮০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কালিপদ নামে এক ব্যক্তি স্বর্ণ পরিবহনের তথ্য চক্রের কাছে পৌঁছে দেয়। এরপর সংঘবদ্ধ দলটি পরিকল্পিতভাবে রাজীব দাসকে আক্রমণ করে এবং স্বর্ণ ছিনিয়ে নেয়।

ডিবি জানিয়েছে, ছিনতাই চক্রের আরও সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।