ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অপরাধ

মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার আসামি মোঃ সাইদুলকে (২৩) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের কাছ থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ভাষানটেক থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্টু হত্যা মামলার আসামি সাইদুলের অস্ত্রসহ এলাকায় উপস্থিতির খবর পায় পুলিশ। এরপর একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ জানুয়ারি মন্টুর স্ত্রী ভাষানটেক থানায় ২২ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।

গ্রেফতার হওয়া সাইদুল এই মামলার ১৭ নম্বর আসামি। মামলার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার আসামি মোঃ সাইদুলকে (২৩) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের কাছ থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ভাষানটেক থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্টু হত্যা মামলার আসামি সাইদুলের অস্ত্রসহ এলাকায় উপস্থিতির খবর পায় পুলিশ। এরপর একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ জানুয়ারি মন্টুর স্ত্রী ভাষানটেক থানায় ২২ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।

গ্রেফতার হওয়া সাইদুল এই মামলার ১৭ নম্বর আসামি। মামলার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।