কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 87
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি পুকুর থেকে নিখোঁজের দুই দিন পর মশিউর আলম ওরফে রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সড়কের পাশের ওই পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


























