০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বাগেরহাটে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

 

বাগেরহাটে বিশাল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষিরাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসের লকারে লুকানো ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির নাম কালাম হোসেন (২৫)। তিনি সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

রোববার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের নিচের বক্সে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ক্যারেটটি বাইরে থেকে দেখে সহজে বোঝার উপায় ছিল না যে এর ভেতরে নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটক কালাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত ছিল এবং ইয়াবা পাচারের জন্য বিভিন্ন রুট ব্যবহার করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাগেরহাট জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানিয়েছে, মাদক পাচার ও বিক্রিতে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

বাগেরহাটে বিশাল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষিরাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসের লকারে লুকানো ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির নাম কালাম হোসেন (২৫)। তিনি সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

রোববার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের নিচের বক্সে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ক্যারেটটি বাইরে থেকে দেখে সহজে বোঝার উপায় ছিল না যে এর ভেতরে নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটক কালাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত ছিল এবং ইয়াবা পাচারের জন্য বিভিন্ন রুট ব্যবহার করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাগেরহাট জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানিয়েছে, মাদক পাচার ও বিক্রিতে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।