০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 71

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।