ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চাঁদাবাজি নয়, টাকার লেনদেনের বিরোধেই খুন হন সোহাগ: পুলিশের তদন্ত কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক টিএসসিতে ‘রাজনৈতিক হত্যা স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা ছাত্র অধিকার পরিষদের মায়ানমারের মঠে জান্তার ভয়াবহ বিমান হামলায় শিশুসহ ২২ জনের মৃত্যু

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।