ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু টানা বর্ষণে বিপর্যস্ত ২১ জেলার কৃষি, তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন ও ফসলি জমি ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: ত্রাণ উপদেষ্টা তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে: উপ-প্রেস সচিব ব্যবসায়ী হত্যার ভিডিও প্রকাশে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: যুবদল সভাপতি অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব, তেহরানের ‘অবিশ্বাস’ স্পষ্ট

সোহাগ হত্যা: নৃশংসতার প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

গত ১১ জুলাই (শুক্রবার) রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয়। নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুয়েটের শিক্ষার্থীরাও ওই স্থানে পৃথকভাবে সমাবেশে অংশ নেন। তারা বলেন, একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন। তারা দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সোহাগ হত্যার প্রতিবাদে জিরো পয়েন্টে জমায়েত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে মিছিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া চট্টগ্রাম ও পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোনো চাঁদাবাজ বা অপরাধীর স্থান হবে না।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে গেটের বাইরে এনে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

সোহাগ হত্যা: নৃশংসতার প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো

আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

গত ১১ জুলাই (শুক্রবার) রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয়। নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুয়েটের শিক্ষার্থীরাও ওই স্থানে পৃথকভাবে সমাবেশে অংশ নেন। তারা বলেন, একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন। তারা দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সোহাগ হত্যার প্রতিবাদে জিরো পয়েন্টে জমায়েত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে মিছিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া চট্টগ্রাম ও পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোনো চাঁদাবাজ বা অপরাধীর স্থান হবে না।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে গেটের বাইরে এনে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।