ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ কাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং একজন আহত হওয়ার পর, তাদের লাশ ও আহত ব্যক্তিকে গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ অভিযোগ গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামসহ সাতজনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, এ মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জুন হাতে পাওয়া যায় এবং তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা এবং একজনকে গুরুতর আহত করা হয়। এরপর মৃত ও আহত ব্যক্তিকে পুলিশের একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে আরেকটি পুলিশের গাড়িতে স্থানান্তর করে তাদের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। প্রসিকিউশন এ মামলায় ১১ জন আসামির নাম উল্লেখ করেছে। তারা হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, উপপরিদর্শক আরাফাত উদ্দীন, উপপরিদর্শক শেখ আবজালুল হক, উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। বুধবার তাদের মধ্যে সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসিকিউশন সূত্র বলছে, মানবতাবিরোধী অপরাধের ধারায় দায়ের করা এ মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় ৬ লাশ কাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় ১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং একজন আহত হওয়ার পর, তাদের লাশ ও আহত ব্যক্তিকে গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ অভিযোগ গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামসহ সাতজনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, এ মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জুন হাতে পাওয়া যায় এবং তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা এবং একজনকে গুরুতর আহত করা হয়। এরপর মৃত ও আহত ব্যক্তিকে পুলিশের একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে আরেকটি পুলিশের গাড়িতে স্থানান্তর করে তাদের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। প্রসিকিউশন এ মামলায় ১১ জন আসামির নাম উল্লেখ করেছে। তারা হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, উপপরিদর্শক আরাফাত উদ্দীন, উপপরিদর্শক শেখ আবজালুল হক, উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। বুধবার তাদের মধ্যে সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসিকিউশন সূত্র বলছে, মানবতাবিরোধী অপরাধের ধারায় দায়ের করা এ মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।