ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা কুটি মিয়া অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকসহ ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত কুটি মিয়া কানাইপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা সেনাক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি।

সেনা সূত্র জানায়, কুটি মিয়া ফের কানাইপুর এলাকায় ফিরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ খবরের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রবিবার সকাল ১০টার দিকে কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে তার বাড়ি থেকে ৪টি টয় পিস্তল, ৫ মিমি পিস্তলের ১টি ম্যাগজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর ভাষ্যমতে, এই বিপুল অস্ত্র ও মাদক ব্যবহার করে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারের পর কুটি মিয়াকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কুটি মিয়ার সন্ত্রাসী তৎপরতায় আতঙ্কে ছিলেন। যৌথবাহিনীর এ সফল অভিযানে তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা কুটি মিয়া অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

আপডেট সময় ০৮:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকসহ ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত কুটি মিয়া কানাইপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা সেনাক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি।

সেনা সূত্র জানায়, কুটি মিয়া ফের কানাইপুর এলাকায় ফিরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ খবরের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রবিবার সকাল ১০টার দিকে কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে তার বাড়ি থেকে ৪টি টয় পিস্তল, ৫ মিমি পিস্তলের ১টি ম্যাগজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর ভাষ্যমতে, এই বিপুল অস্ত্র ও মাদক ব্যবহার করে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারের পর কুটি মিয়াকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কুটি মিয়ার সন্ত্রাসী তৎপরতায় আতঙ্কে ছিলেন। যৌথবাহিনীর এ সফল অভিযানে তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।