০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

চট্টগ্রামে পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 42

ছবি সংগৃহীত

 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চক্রটির আরও ১০-১১ জন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু ওরফে আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) এবং মো. রুবেল হোসেন ওরফে সামাদ ওরফে সামা (২০) নামের ছয়জনকে।

অন্যদিকে, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. মাঈন উদ্দিন (২৫), মো. রিয়াদ (২৪) ও মো. শাকিল (২১) নামে আরও তিনজনকে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মীর মো. হাসানের বিরুদ্ধে পাঁচটি ও নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এশিয়ান হাউজিং সোসাইটির একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে গভীর রাত ও ভোরবেলা রাস্তায় চলাফেরা করা সাধারণ যাত্রী, সিএনজি, অটোরিকশা, রিকশা ও পথচারীদের টার্গেট করেই তারা ডাকাতি করত।

তারা পরিকল্পিতভাবে অন্ধকার, নির্জন এবং ফাঁকা জায়গাগুলোকে বেছে নিতো এবং দলবদ্ধভাবে হামলা চালিয়ে মালামাল ছিনিয়ে নিত।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, একই ধরনের অভিযোগে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চক্রটির আরও ১০-১১ জন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু ওরফে আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) এবং মো. রুবেল হোসেন ওরফে সামাদ ওরফে সামা (২০) নামের ছয়জনকে।

অন্যদিকে, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. মাঈন উদ্দিন (২৫), মো. রিয়াদ (২৪) ও মো. শাকিল (২১) নামে আরও তিনজনকে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মীর মো. হাসানের বিরুদ্ধে পাঁচটি ও নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এশিয়ান হাউজিং সোসাইটির একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে গভীর রাত ও ভোরবেলা রাস্তায় চলাফেরা করা সাধারণ যাত্রী, সিএনজি, অটোরিকশা, রিকশা ও পথচারীদের টার্গেট করেই তারা ডাকাতি করত।

তারা পরিকল্পিতভাবে অন্ধকার, নির্জন এবং ফাঁকা জায়গাগুলোকে বেছে নিতো এবং দলবদ্ধভাবে হামলা চালিয়ে মালামাল ছিনিয়ে নিত।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, একই ধরনের অভিযোগে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।